শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

সাথিয়া উপজেলা পটভূমি ও ঐতিহ্য

পটভূমিঃ

সাঁথিয়া উপজেলা পাবনা জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। ৩৩১.৫৬ বর্গ কিঃমিঃ আয়তনের এ উপজেলা পাবনা শহর থেকে ৩৫ কিঃমিঃ পূর্বদিকে অবস্থিত। সাঁথিয়া উপজেলা উত্তরে ফরিদপুর ও শাহজাদপুর উপজেলা, পশ্চিমে আটঘরিয়া ও পাবনা সদর উপজেলা, দক্ষিণে সুজানগর উপজেলা এবং পূর্বে বেড়া উপজেলা দ্বারা বেষ্টিত। সাঁথিয়া উপজেলার নামকরণ সম্পর্কে বিভিন্ন জনশ্রুতি আছে। জানা যায় সমগ্র সাঁথিয়া অতীতে চরএলাকা ছিল। এই চরে সিনথিয়া নামে এক সাঁওতাল আদিবাসি বাস করত। পরবর্তীতে অন্যান্য এলাকা থেকে সাঁওতালরা এসে সিনথিয়ার সংগে বসবাস করতে শুরু করে এবং একটি গ্রামের সৃষ্টি হয়। আদিবাসি সিনথিয়ার নাম থেকেই পরবর্তীতে সাঁথিয়া নামের উৎপত্তি হয় মর্মে শোনা যায়। দ্বিতীয় জনশ্রুতি মতে অনেক আগে সাঁথিয়া অঞ্চল গভীর জংগলে পরিপূর্ণ ছিল। সংগী অথবা সাথী ছাড়া কেহই একা এই এলাকায় চলাফেরা করত না।
সাথিয়া উপজেলার মানচিত্র
সকলেই সাথী সহ এখানে আসতেন। পরবর্তীতে এই সাথী থেকেই সাঁথিয়া নামের উদ্ভব মর্মে শোনা যায়। সাঁথিয়া উপজেলার ইতিহাস পর্যালোচনায় জানা যায় বৃটিশ শাসন আমলে লর্ড ওয়ারেন হেষ্টিংসের সময় ১৯১৯ সালে সাঁথিয়া থানার জনম। ১৯৬০ সালে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খাঁন এর শাসন আমলে সাঁথিয়া উন্নয়ন সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৮৩ সালে ১৪ সেপ্টেম্বর সাঁথিয়াকে উপজেলায় উন্নীত করা হয়।মূলত কৃষি ভিত্তিক অর্থনীতি এ উপজেলার মূল চালিকা শক্তি। এ উপজেলার চতুর পাশের্ব বড়াল ও যমুনা নদীতে বাঁধ দিয়ে সুরক্ষিত থাকায় কখনও বন্যা হয় না। অপর দিকে শুস্ক মৌসুমে ক্যানেলে পাম্পের সাহায্যে যমুনা নদী হতে পানি এনে ধরে রেখে এ উপজেলার চাহিদা সহজে পূরণ করা হয়। যার ফলে বন্যা অথবা অনাবৃষ্টি এ এলাকার কৃষিকে খুব বেশী প্রভাবিত করতে পারে না। স্বাধীনতার পরবর্তী সময় হতে এ উপজেলায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকায় এ এখানকার জনগণ রাজনৈতিক ভাবে সচেতন। অর্থনৈতিক ভাবেও সাবলম্বী হতে তারা সচেষ্ট। সে কারণে শুধু কৃষির উপর নির্ভর না করে বিভিন্ন পেশা তারা বেছে নিয়েছে। বর্তমানে এ উপজেলার মানুষ কৃষি, হাস মুরগীর খামার, দুগ্ধ খামার, গরু ছাগল পালন. তাঁত শিল্প ইত্যাতি পেশার সাথে জড়িত। এ এলাকার অর্থনীতিকে স্বাবলম্বি করার জন্য এ সমস্ত সম্ভাবনাময় খাতে জনগণকে অধিক সম্পৃক্ত করে প্রয়োজনীয় সরকারী ও বেসরকারী পৃষ্টপোষকতা দিতে হবে।



উপজেলা দর্শনীয় স্থান/স্থাপনা
শহীদনগর স্মৃতিস্তম্ভ

পরিচিতিঃ বগুড়া নগরবাড়ী মহাসড়কে কাশিনাথপুর থেকে ৪ কিঃ মিঃ উত্তর দিকে শহীদ নগর স্মৃতিস্তম্ভ অবস্থিত। ১৯৭১ সালে ১৯ শে এপ্রিল পাকহানাদারদের আক্রমনে নিরীহ জনতা সহ ৩৫ জন বীর মুক্তি যোদ্ধা শহীদ হন। তাদের স্মরণে জায়গাটির নাম শহীদনগর করণ সহ এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়।


বেঙ্গল মিট

পরিচিতিঃ বগুড়া নগরবাড়ী মহাসড়কের পাশে কাশিনাথপুর হতে ২ কিঃ মিঃ উত্তরে বেঙ্গল মিট অবস্থিত । এটি বাংলাদেশের অন্যতম মাংস প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান। এখানে সম্পূর্ণ স্বয়ক্রিয় পদ্ধতিতে মাংসের গুনগত ও হাইজেনিক মান নিয়ন্ত্রণ করে প্রতিদিন প্রায় ২৫০০ কেজি মাংস প্রক্রিয়াজাত করা হয়। প্রক্রিয়াজাতকৃত মাংস বিদেশে রপ্তানী করা হয়। এখানে প্রায় ৫০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।


উপজেলার ইউনিয়ন পরিষদের নাম ও চেয়ারম্যানগনের ঠিকানাঃ

নাম
পদবী
ঠিকানা ও মোবাইল নম্বর
জনাব মোঃ আবু তালেব
চেয়ারম্যান নাগডেমড়া ইউ.পি
গ্রামঃ সোনাতলা পোঃ বেড়া সোনাতলা সাঁথিয়া পাবনা।০১৭১২৭০৫০৭৬
জনাব মোঃ মোখলেছুর রহমান
চেয়ারম্যান ধুলাউড়ি ইড.পি
গ্রামঃ ধুলাউড়ি, পোঃ নূরদহ, সাঁথিয়া, পাবনা।০১৭১৬২১৮৬৬৮
জনাব মোঃ আমজাদ হোসেন
চেয়ারম্যান ভুলবাড়ীয়া ইড.পি
গ্রামঃ স্বরগ্রাম, পোঃ তেবাড়ীয়া, সাঁথিয়া, পাবনা।০১৭১৪৯৪৬১৬৮
জনাব মোঃ আঃ কুদ্দুস
চেয়ারম্যান ধোপাদহ ইড.পি
গ্রামঃ তেঁতুলিয়া, পোঃ নন্দনপুর, সাঁথিয়া, পাবনা।০১৭১৬৩১৫৬১১
জনাব মোঃ শামসুর রহমান
েয়ারম্যান করমজা ইড.পি
গ্রামঃ শমাশনারী, পোঃ পুন্ডুরিয়া, সাঁথিয়া, পাবনা।০১৭১১১৮২৪৩৬
জনাব মোঃ ইদ্রিস আলী মুন্সি
চেয়ারম্যান কাশিনাথপুর ইড.পি
গ্রামঃ পাইকরহাটি, পোঃ শহীদনগর, সাঁথিয়া, পাবনা।০১৭১১৯৪৬৯২৮
জনাব মোঃ মোবারক হোসেন
চেয়ারম্যান গৌরীগ্রাম ইড.পি
গ্রামঃ পুরানচর, পোঃ গৌরীগ্রাম, সাঁথিয়া, পাবনা।০১৭১১২৬০০১৪
জনাব মোঃ আঃ গফুর
চেয়ারম্যান ক্ষেতুপাড়া ইড.পি
গ্রামঃ হইজোর, পোঃ শান্তুিপুর, সাঁথিয়া, পাবনা।০১৭১২২২০৯৯৬
জনাব মোঃ ফজলুল হক
চেয়ারম্যান নন্দনপুর ইড.পি
গ্রামঃ উত্তর শোলাবাড়ীয়া, পোঃ শোলাবাড়ীয়া, সাঁথিয়া, পাবনা০১৭১৬৩৯৯১৬৯
জনাব মোঃ আঃ সালাম
চেয়ারম্যান আর-আতাইকুলা ইড.পি
গ্রামঃ শোলাবাড়ীয়া, পোঃ শোলাবাড়ীয়া, সাঁথিয়া, পাবনা।০১৭১২৪৯৮৭২৩


এক নজরে সাঁথিয়া উপজেলাঃ
পজেককককককককককক
উপজেলার নাম
সাঁথিয়া।
আয়তন
৩৩১.৫৬ বর্গ কিঃ মিঃ।
জনসংখ্যা
৩,২৩,৯৩২ জন।
ঘনতবসতি
৯৮৬ জন।
নির্বাচনী এলাকা
৬৮ পাবনা-১।
ইউনিয়ন
১০ টি।
পৌরসভা
০১ টি।
খানা
৬৫,০৩৯ টি।
মৌজা
১৭৭ টি।
গ্রাম
২৫৮ টি।
সরকারী হাসপাতাল
০১ টি।
স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক
১১ টি।
কমিউনিটি ক্লিনিক
২৯ টি।
পোষ্ট অফিস
১৯ টি।
নদ নদী
০৩ টি, (ইছামতি, কাগেশ্বরী, বড়াল)।
হাট-বাজার
২৫ টি।
ব্যাংক
১৪ টি।
মহাবিদ্যালয়
১০ টি।
উচ্চ বিদ্যালয়
৩৫ টি।
মাদ্রাসা
২৬ টি।
সরকারী প্রাঃ বিদ্যাঃ
৯০ টি।
রেজি বেসরকারী প্রাঃ বিদ্যাঃ
৭৭ টি।